Rezwan Ahmed & His Team || Software Engineer || CMS Developer | Contents Writer | Graphics Designer |

Archive for May, 2014

Quote

Clean Dhaka. Cool Dhaka | Dhaka my City


Clean Dhaka. Cool Dhaka

People can enjoy a breath of winter cold air, beside watch the Natural Beauty, nice outlook of Hatir Jheel, located nearby Rampura, Dhaka, Capital city of Bangladesh. Dhaka is a Panoramic city and my lovely home ground as well as the capital city of Bangladesh, among the world. I was born in this Panoramic city.

Last October 2013, when I came back from a foreign country after long years, then with my Nikon, I have captured some from different places of Dhaka. My Dhaka is a nice city, maybe lots of traffic jams, large population city and lack of some opportunity from the foreign countries but Dhaka is my nice capital city, enjoying each evening day..every morning.

One day our Dhaka, Bangladesh will be famous city in the Asia and the world.

IMAG0270hathir jheel IMAG0378 IMAG0468

Stop this type of regular awful activities.
In our Dhaka, many Educated people do this type of activities. Today, I captured this at morning.cleaning

Dhaka is a nice mega city of Bangladesh in Asia region. I love my Dhaka.
I assume that if you don’t change your Manner, neither should be clean the City. It’s your responsibility that stays clean our Dhaka city. When many people go to a foreign country, they don’t do this…
So, Why you will do this in the Home Country. Love Dhaka. !!!


Aside

Google Jobs and Think bank of The Bangladeshi Youth


সাম্প্রতিক একটা দৈনিক নিউজ মিডিয়া ” প্রথম আলো “র কাগজে লেখা হয়েছে – বিশ্ব সেরা সার্চ ইঞ্জিন গুগলে চাকুরী খুব সহজ, বেশি জিপিএ থাকতে হবে, জিপিএ কিংবা পরীক্ষায় খুব ভালো নম্বর পাওয়ার বিষয়টির তেমন কোনো গুরুত্বই নেই। পত্রিকায় এ বিষয়ে যা লেখা হয়েছে মনে হচ্ছে – আসলে সহজ, অত সহজ না। গুগল সার্চ ইঞ্জিন এবং প্রযুক্তিগত আরও অনেক বিষয় নিয়ে কাজ করে।

সত্যিকার অর্থে গুগলে চাকুরী অনেক জটিল বিষয়, সম্প্রীতি আমি ব্র্যাক ইউনিভার্সিটি তে প্রযুক্তি, সফটওয়্যার বিষয়ক খ্যাতনামা অধ্যাপকের ( Professor Dr. Zahid Sir, Dean, School of Computer Science, BRAC Uni. ) মাধ্যমে জানতে পারি গুগলে চাকুরীর জন্য ভয়াবহ রকম পড়াশুনো করতে হয়, database programming, SQL server, Algorithm, Fourier Transformation, Mathematics, Database Model Structure, Multimedia framing, Scaling, web Spider, Crawler, Structured Database এমন আরও অনেক জটিল বিষয় নিয়ে প্রচুর পড়াশুনো করতে হয় এবং practical কাজ এ দক্ষতাও থাকতে হবে Mathematical base algorithm দেখলে মাথা নষ্ট হবার মতো।

আর কখন জিপিএ কিংবা পরীক্ষায় খুব ভালো নম্বর আসে – যখন পরিক্ষায় ভালো করে লিখতে পারে, আর ভালো করে কিভাবে লিখতে পারে, অবশ্যই বিষয় সমূহে ভালো ধারনা থাকতে পারলে, এর জন্য অনেক পড়াশুনা করতে হয়। আর গুগল স্পষ্ট ভাবে বলেছে যে — ”  গুগলে চাকরি পেতে গণিত ও কম্পিউটিং, বিশেষ করে কোড লেখার দক্ষতা জরুরি “

আমি যে বিষয় নিয়ে কথা বলেছি, সেখানে কিন্তু আগেই বলেছি উপরোক্ত বিষয় সমূহ সবই গানিতিক ও কম্পিউটিং বিষয়।  

আর একটি বিষয় বলেছে যে – ” গুগলে চাকরি পেতে গেলে আরও দুটি ভালো গুণ অর্জন করা জরুরি। এর একটি হচ্ছে নম্রতা আর অন্যটি কোনো জিনিসকে দ্রুত নিজের করে নেওয়ার ক্ষমতা। “

এইসব গুন সব চাকুরী ক্ষেত্রেই থাকা আবশ্যক, আমাদের দেশের মিডিয়া গুলো ভালো খবরই প্রকাশ করে কিন্তু যুক্তি মুলক না…বেশির ভাগ অযৌক্তিক, বানোয়াট।

আর গুগলের উদ্যোক্তা ও USA র Stanford University’র Computer Science বিভাগের Larry Page, Surgey Brin এর ” The Anatomy of a Large Sale Hypertextual Web Search Engine ” নিয়ে গবেষণা মুলক বইতে গুগলের কাজ নিয়ে ব্যাপকভাবে লেখা হয়েছে, সেই রকম highe লেভেলের programming, আরও mathematical, database এর জটিল বিষয় জানতে হবে।

আরে ভাই, যদি সত্যি এত সহজ হতো তবে গুগল দিনে দিনে প্রযুক্তিগত উন্নতি কিভাবে করছে, আর প্রযুক্তি নিয়ে কেনই বা এত গবেষণা চলছে ।

সুতারাং, গুগলে চাকুরী অত্ত সহজ না, প্রচুর study করতে হয়. আমাদের দেশের মিডিয়া গুলো বাস্তব কথা লেখতে পারে না, শুধু বাণিজ্যিক প্রচার বাড়াবার ধান্দাবাজিতে থাকে আর তরুন সমাজকে মাঝে মাঝে ভুল তথ্য দিয়ে থাকে।


Research Project Paper :: INSUFFICIENTCUSTOMER SERVICES | GAP Analysis Method


Overview 

Customer Service is the important part of the organization. Many organizations believe that customer service is a minor part for the organization. but for the better business, need better customer services. Customer service is often more direct essential in some positions.

The purpose of this study is to assess the proposition that adoption of a market orientation leads to improved service quality for service sector organization. An organizational culture incorporate the customer service as its central tenet and involving efforts to recognize the needs of customers through a market orientation enables the organisation to provide quality services that satisfy the identified customer needs.

In my light experience, I was doing this research report. In this research report require more data and these data collect by using interviews and observation method. Also, the qualitative research method was used in this research report. In the gap analysis part, briefly discussed the current and ideal state. Mckinsey 7S framework was used for the organizational  structure. Mckinsey 7S framework is an easy and realistic method for analyzing the organization. In the Mckinsey framework, each element was discussed individually. For this, a researcher or user can easily realize each part of the organization. Qualitative research method was used in this project report because this method gives more flexibility to the researcher. Open interviews, focus groups and participant interviews are useing for data collection.

A good skill depends on the positive language, listening and customer satisfaction. The customer service is one of the factors companies looking at to gain sustainable competitive advantage. So it is very much important for the organization. It looks at types of research methods, the methodological issues surrounding exploratory, descriptive research.I want to improve the customer service for the organization, not only for the Generation Society.

INTRODUCTION

As a executive in the learning and skills sector, you may be aware of certain recent developments in our sector. Customer care has a particular and different significance in all professional areas and so must be embedded effectively. Customer service is a suitable important role for any organization. Customer service is the provision of service to customers before, during and after a purchase. Customer service is a series of activities designed to enhance the level of customer satisfaction – that is, the feeling that a product or service has met the customer expectation.” The importance of customer service may vary by product or service, industry and customer.

INSUFFICIENT CUSTOMER SERVICES OF THE GENERATION SOCIETY GAP ANALYSIS METHOD McKinsey 7S Framework


Make PDF file By Google Chrome Browser


No Need Any Software For Make Your PDF File, Just You Can do it By Google Chrome.

You have no need to install any software for make pdf file. Just you can make it by using Google Chrome. Google Chrome gives you this feature. From online, you can make any word or web format file can easily convert into PDF file. For this step, just you will choose an option print file, then show a command box. On that box, you can see save as option, below the image

Then just choose destination “Save as PDF file ”. Then your file saves as PDF format. So, you can use Google Chrome browser for making PDF File, no need to install extra software for make PDF file.

 

Make PDF file By Google Chrome

 


Android OS 3D-Sensing Robotics


We always find the best place for our safe life.
And Search engine Giant Google brings what an Advanced Technology for the people and future life – that’s unbelievable.

Recently, Google is working on 3D-Sensing Advanced Robot system for Android OS, where Android OS based Smartphone can easily scan your own surroundings, mapping and Android OS Roaming Robot take snapshot of your space, that suggest how you can live safely.

সেরা সার্চ ইঞ্জিন গুগল নুতুন ধরনের 3D-Sensing Robotics প্রযুক্তি Android OS এ পুশ করছে, যার মাধ্যমে Android User, Smartphone – এর মাধ্যমে অপরিচিত যেকোনো পরিবেশে যাওয়ার পর, ম্যাপিং করে জানতে পারবে – ঐ স্থানের ও পরিবেশের সম্পূর্ণ অবস্থা, ইতিহাস, এমন কি Android OS Roaming Robot নির্দেশ করে দিবে বাক্তির জন্য নিরাপদ স্থানও। (Source : Google Research Web)


Aside

Cyber Crime


Cyber Crime সম্পর্কে আমাদের দেশের অনেকেরই অতটা জ্ঞান, ধারনা নাই বললেই চলে, আবার অনেকেই বিষয়টা বুঝেই না ।

বর্তমানে অনেক 5th Generation তরুণ-তরুণী আছে, ছাত্র – ছাত্রী অবস্থায় অনেক ছবি তুলে একসাথে, সোশ্যাল পেইজে দেয়। কিন্তু সমস্যাটা হয় তখন, যখন স্মার্ট তরুণী কোন কারনে ঐ স্মার্ট তরুন থেকে সরে আসতে চায়; সেই কাপুরুষ তরুন, সেই তরুণীর ছবি সোশ্যাল পেইজে আপলোড দিয়ে তরুণী কে ভয়-হুমকি দিয়ে থাকে – এমন কি পরিবারকে নাজেহাল করে ছাড়ে। আর বলে ছবি বিকৃত করে ইন্টারনেট এ আপলোড করে দিবে, বিনিময়ে মেয়েটা ও বাবার থেকে টাকা নেয় । এটা কিন্তু এক রকমের – Cyber Crime, যা ইদানিং আমাদের দেশে ঘটছে।

আর তরুনিদের বলছি- এতে ভয় পাওয়ার কিছু নাই, সত্যি যদি চরম খারাপ কাজ করে, সাহস রাখতে হবে আর প্রযুক্তিতে দক্ষ কারো কাছে যেতে হবে । বিশেষ করে গুগলে একটা অপশন আছে, যার মাধ্যমে নিজের ছবি আপলোড করে, অনুরূপ ছবি সার্চ করে, বের করে reporting করে মুছে ফেলা সম্ভব। আর সোশ্যাল পেইজেও এমন করে থাকলে, reporting করে সরিয়ে ফেলা যায়।

আমি মনে করি, রিলেশনের ক্ষেত্রে বন্ধু পর্যন্তই যাওয়া ভালো আর বেশী হলে পরিবারকে জানানো উচিৎ। রিলেশনের ক্ষেত্রে আর সোশ্যাল পেইজেও সতর্ক থাকা উচিৎ সকলের। একটা ভুল বড় ধরণের নেতিবাচক প্রভাব ফেলতে পারে জীবনে, পরিবারে। যা অনেক ক্ষেত্রে সংশোধন যোগ্য নয় ।


Driver Distraction Management System | Bangladesh


Driver Distraction Management System came in Bangladesh. BRTC declared to use this amazing Technology for Save life. Researchers from Dhaka University, Bangladesh has come up with a really Cool Innovation.

The system almost control everything of a Driver : facial expressions, blood pressure, heart rate, drowsiness, consumption of alchohol, cellphone chatter of the driver and also the engine status. Driver Distraction Management System – will alert the driver. Moreover, the VEHICLE Owner will be getting a notification SMS as well. In case the car falls into an accident. So, you can monitor Your VEHICLE all the time. It would take only about BDT 20-25,000/- cost at most.

Hardware:driver-2
A digital Sphygmomanometerr, GPS, some sensors, webcam and some unique algorithms – these are the key ingredients of this unique gadget.

Very recently, Dr. Razzaque introduced the device to various academician, transport service owners and government officials in seminar held in Dhaka University. Chief Guest of the workshop, honorable secretary ICT found the device really inspiring and assured that the project will be having full cooperation from his side to implement a commercial version of the device. Already Shohag Paribahan has started to deploy these devices on test basis.  Let’s hope the streets of the country get a bit safer than before.

driver-1


Online privacy: how secure


most web users, unfamiliar with encryption algorithms and open-source code, these precautions will seem extreme

# Passwords: don’t use the same one repeatedly. Create a complex one with upper- and lower-case letters, numbers and characters such as $%&!. Perhaps use the initial letter of each word in a sentence to help you remember it. Differentiate it for each application by introducing letters from the site name, for instance. Or use a management app such as LastPass or DirectPass.

# Security or password reset questions: this is one of the easiest ways to hack an account. If you are asked to provide answers to “security questions”, consider whether the answers are really secure – ie that you are the only person who can knows. If you can create your own questions, do. If you are obliged to answer standard questions such as “first school” or “first pet” remember the answer doesn’t have to be true, it only has to be something you can remember.

# Data : When you will use Outside PC or Internet Cafe PC, always save all data into Desktop, then delete all data from Desktop & Recyle bin. But, better try to save into Flash Disk directly.

# Social media: take advantage of security features on Facebook and Twitter such as two-factor authentication and notification of log-in attempts from unknown devices. Don’t share too much. For example, don’t mention your “porn star name” (name of first pet plus mother’s maiden name), which is exactly the kind of information needed to reset email and bank accounts.

# Email: all free email and webmail services (such as Hotmail and Gmail) are vulnerable, so to communicate privately buy a service such as Fastmail that is not based in the US. At the very least, install two-step verification on Gmail.

# Search engines: try a smaller one, to avoid tracking of search history.

# Smartphones: these are particularly exposed, so be aware that no messages are truly secure. You could connect your smartphone to a cloud service that lets you “remote wipe” if need be – but control what you sync up to iCloud if you wish to remain truly private.

# Cloud services: all of the Dropbox, iCloud and Evernote are open to surveillance, so encrypt information you don’t want to share.

# The tangled web: as we become creatures of the Smartphone, the tablet and the app, and as services, sites and accounts become ever more interconnected, remember that if one is breached others become unsafe. Keep track of which services you give permission to access others, and revoke this if one is compromised or you stop using it.

Even these security measures require both expertise and commitment, and Hancock fears that privacy concerns will frighten some users, particularly older people, away from the internet. “I get awfully frustrated with people of my generation who won’t engage with the web,” she says. “It’s a miracle and I embrace it.”

The scheme underlines how technology can be used as a creative tool, Hancock says. She believes the internet can help foster solutions to social problems through a myriad of small schemes and initiatives, but only if it remains accessible – and safe – for everyone.


Prototype Storage System


Prototype system at the Open Compute Project summit meeting in San Jose, California, noting that it’s intended to store data that rarely needs to be accessed.

The Prototype storage system consists of an ordinary looking cabinet with stacks of Blu-ray discs inside. A robotic picker plucks a disc from a pile and moves it to one of the 16 Blu-ray burners so that data can be written to it.


প্রসঙ্গ ।। প্রাথমিক শিক্ষা বাংলাদেশ ও উন্নত দেশের শিক্ষাব্যবস্থা


পরীক্ষা পদ্ধতির প্রয়োজন আছে কিন্ত অহেতুক বেশি পরীক্ষার এই প্রবল সংস্কৃতি থেকে যত দিন আমাদের শিক্ষাব্যবস্থাকে মুক্ত করা যাবে না, তত দিন বাংলাদেশে জ্ঞানভিত্তিক,উন্নত মানের সমাজের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে।

বিশ্বের সবচেয়ে সমাদৃত শিক্ষাব্যবস্থার একটি হলো ফিনল্যান্ডের শিক্ষাব্যবস্থা। সেখানে ১৮ বছর বয়স পর্যন্ত শিক্ষার্থীদের কোনো পাবলিক পরীক্ষায় বসতেই হয় না। আর আমাদের দেশে চার – চারটি পাবলিক পরীক্ষায় চরম সাফল্যের বৈতরণি পার হয়ে আমাদের দেশের শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে আসে তখনও তাদের মাথায় কেবল পরীক্ষাই ঘুরতে থাকে। আমাদের বাংলাদেশে বিশ্ববিদ্যালয় / ইউনিভার্সিটি লেভেলে পরীক্ষা পদ্ধতিও ভালো না, শুধু মাত্র হাতে গনা কিছু নামী বেসরকারি ইউনিভার্সিটি লেভেলের পরীক্ষা সিস্টেম কিছুটা উন্নত।

” সেমিস্টারের প্রথম দিন সিলেবাস, সহায়ক বই আর অ্যাসাইনমেন্টের বিষয়গুলো বোঝানোর পর যখন শিক্ষার্থীদের কাছে জানতে চাওয়া হয় তাদের কোনো প্রশ্ন আছে কি না, তখন তারা সমস্বরে জানতে চায়, ‘স্যার, পরীক্ষার  প্রশ্ন কেমন হবে ?? “

906469_497017797014043_1627508989_oআমাদের শিক্ষার্থীরা যখন বিশ্ববিদ্যালয়ে আসে তখনও তাদের মাথায় কেবল পরীক্ষাই ঘুরতে থাকে। আমাদের দেশে ইউনিভার্সিটি লেভেলে পরীক্ষার সিস্টেম ও ভালো না, শুধু মাত্র হাতে-গনা কিছু নামী বেসরকারি ইউনিভার্সিটি লেভেলের পরীক্ষা সিস্টেম কিছুটা উন্নত। আমদের দেশে BRAC UNIVERSITY, EAST WEST UNIVERSITY, NORTH SOUTH UNIVERSTY, INDEPENDENT UNIVERSTY OF BAGLADESH – IUB, AIUB – AMERCAN INTERNATIONAL UNIVERSITY BANGLADESH এবং কিছু পাবলিক UNIVERSTY – র শিক্ষা ব্যবস্থা কিছুটা ভালো, কিন্তু সবাই সেই সুযোগ থেকে অনেকটাই বঞ্চিত। আমাদের দেসে শিক্ষার্থীদের মাঝে অনেক মেধা আছে, কিন্তু প্রয়োগের অভাব।

আমার অভিজ্ঞতার আলোকে – BRAC UNIERSITY BANGLADESH এর EDUCATION SYSTEM হল – OPEN BOOK EXAM-এ প্রশ্ন পত্র অনেক কঠিন হয়, আর যেখানে পরীক্ষায় সব লিখতে হয়, কিন্তু research base হিসাবে । মাস্টার্স লেভেলে পরীক্ষার সময় প্রশ্নের উত্তর লিকতে গলে অনেক রকমের Resaerch Book, Resaerch Paper ঘাটা-ঘাটি করে লিখতে হয়, কিন্তু কখোনই মুল কথা লেখা যাবে না, যা লিখতে হবে, নিজে থকে বানিয়ে সেই রকম উপযুক্ত তথ্য প্রমান দিয়ে বুঝিয়ে দিতে হয়।

আর অ্যাসাইনমেন্ট, প্রজেক্ট টার্ম পেপার অবশ্যই Teacher দের মতো Presentation দিয়ে বুঝিয়ে দিতে হয় ।

মাতৃভাষা, আন্তর্জাতিক ভাষা আর বিজ্ঞানের ভাষা—তিন-তিনটিতে দুর্বলতা নিয়ে আমাদের নতুন প্রজন্ম কীভাবে বিশ্ব ও এশিয়ার সেরা বাসিন্দা হয়ে উঠবে?