Rezwan Ahmed & His Team || Software Engineer || CMS Developer | Contents Writer | Graphics Designer |

Indian Producer Using Technology In Film Industry but Bangladeshi Film Producers What are Doing

Indian Producer Using Technology In Film Industry but Bangladeshi Film Producers What are Doing


Definitely I think that – ” Indian Film Producer Using Technology In Film Industry but Bangladeshi Film Producers What are Doing ”

Now many Bangladeshi told that

অনেক বাংলাদেশিই বলে ভারতীয় মুভি দেখে না, কিন্তু বাস্তবিক অর্থে আমরা বাংলাদেশীরা ভারতীয় ছবির প্রতি অনেকটাই দুর্বল। আর ভারতের  ফিল্ম নির্মাতারাও – অনেক মুভি আমেরিকার হলিউড থেকে নকল করে বানায় কিন্ত ইদানিং ভারতের মুভিতে আধুনিক প্রযুক্তির ব্যাবহার হচ্ছে, ভারতীয় ফিল্ম নির্মাতারা এখন তাদের সব ছবিতেই ব্যাপক প্রযুক্তির ব্যাবহার করছে। আর  এজন্যই মনে হয় আমরা বাঙালিরা ভারতীয় ছবির প্রতি এত আকৃষ্ট।ভারতীয় ছবি নির্মাতারা একটা ছবি তৈরির আগে অনেক রকম চিন্তা, গবেষণা আর ব্যাপক পড়াশুনা করে থাকে।

কিন্তু বাংলাদেশী ছবির কয়জন নির্মাতা- তাদের ছবিতেই প্রযুক্তির ব্যাবহার করে। আর গবেষনা, পড়াশুনা আমদের বাংলাদেশের খুব শিক্ষিত নির্মাতা না হলে, সাধারনত করে না। কিন্তু করা উচিত। তবু আমাদের বাংলাদেশের ছবিতে অনেক আমূল পরিবর্তন এসেছে, অনন্ত জলিলের হাত ধরে, যদিও অনেকে অনত জলিলের মতো একজন মান সম্পন্ন শিক্ষিত মানুষকে নিয়ে উপহাস করে।

আমি  শিউর আমাদের বাংলাদেশের ছবিতেও যদি প্রযুক্তির ব্যাবহার হয়, আমাদের বাংলাদেশের ছবিও বিশ্বব্যাপী জনপ্রিয়তা অর্জন করবে