Rezwan Ahmed & His Team || Software Engineer || CMS Developer | Contents Writer | Graphics Designer |

আমাদের দেশের তরুণদের জন্য

Aside

আমার লেখা টা আমাদের দেশের তরুণদের জন্য ।


february 02, 2014 |

সকাল থেকে সারাদিনই এত বাস্ততার মাঝে ছিলাম, নানা রঙের মানুষের মাঝে হারিয়ে গিয়েছিলাম। রাত ১১ টা ৩০মিনিটে বাসায় আসলাম, মনে মনে ভাবছি – জীবনটা শুধুই ব্যাস্ততার মাঝেই চলে গেলো অনেক কিছু না পাওয়ার মাঝে, যন্ত্রের মতো চলছি বিরামহীন শুধু একটা টার্র্গেট পূর্ণ করার জন্য, জানি না কবে যে স্বপ্ন গুলো পূর্ণ হবে। তারপরও বলতে হয় ভালই আছি।

ক্লান্তিহীন পথে চলছে একাকী আমার টার্গেটের গাড়ি। একদিন আমিও হারিয়ে যাবো, কিন্তু একটাই ভয় – পারবোতো ছোট যে স্বপ্নটা আছে, পূর্ণ করে যেতে !!!! কারন মানুষের মৃত্যু কখন আসে, কেউই জানে না।

আমরা কতটা যে ভালো আছি, কতটা সুখে আছি, সেটা বেশিরভাগ সময়ই অনেকই ভুলে যায়! বেশিরভাগ সময়ই মনে থাকে না, আমাদের আশেপাশের মানুষগুলাই কতটা কষ্টে আছে।

December 2013

দেশের মানুষ অনেক দাম দিয়ে ইন্টারনেট ব্যাবহার করে, তার উপর আমাদের দেশে প্রত্যন্ত অঞ্চলে, মফস্বল শহরের অনেকেই ইন্টারনেট থেকে বঞ্ছিত। নিজের দেশ এর মানুষ পায় না সস্তা দ্রুগতির ইন্টারনেট, তার উপর শুনলাম সরকার না কি বিদেশ থেকে ঋণ করে দেশের উন্নয়নের জন্য এই ইন্টারনেট সেবা কিনে এনেছি। দেশের বেশির ভাগ মানুষকে ইন্টারনেট প্রাপ্তি থেকে বঞ্চিত করে আপনি দাবি করতে পারেন না যে আপনার কাছে পর্যাপ্ত ইন্টারনেট ‘উদ্বৃত্ত’ আছে, যা রপ্তানিযোগ্য।

Topic 2 : December, 01- 2013

ঃঃ আমাদের দেশের ছেলেমেয়ে-দের মাথায় একটু বেশিই সমস্যা আছে। সবাই Paul Walker এর মৃত্যুতে এত বেশি শোক প্রকাশ করছে কিন্তু গত সপ্তাহে দেশে শত শত নিরপরাধ মানুষ মারা গেলো, এবং এখনো মারা যাচ্ছে, তাদের প্রতি সমবেদনা জানানোর ভাষা লিখে না ফেসবুক স্ট্যাটাস এ। আজিব পাবলিক। যখন আবার মরবো, বড় বড় স্ট্যাটাস দিব দেশ নিয়ে ।

যখন বাংলাদেশের বাহিরে ছিলাম, দেখাতাম — বাহিরের দেশগুলো সবসময় তাদের দেশ আর তাদের দেশের মানুষদের কর্ম নিয়ে লেখে, এজন্যই তারা এত উন্নত।

আমার কিছু বন্ধু, ফেসবুক এর অনেক বাংলাদেশি ব্রান্ড, মিউজিক ব্রান্ড Paul Walker এর মৃত্যুতে এত বেশি শোক প্রকাশ করছে অথচ নিজের দেশ টা নিয়ে কোন শোক প্রকাশ নেই ।
তাদেরকে বলবো — ” দয়া করে বাংলাদেশের বিজয় এর মাসে আর বাংলাদেশকে নিয়ে আর status দিবেন না । ”
বিজয়ের মাস – লেখা হবে বাংলায়ে – খবর হবে আমাদের বাংলাদেশকে নিয়ে ।

29th November, 2013 |

আমরা জাতি হিসাবে বেশ অন্য প্রজাতির। এই পর্যন্ত ৩৫০ জন মানুষ মারা গেল রাজনৈতিক সহিংসতায়ে, রাজনীতির নামে মানুষরে পুড়িয়ে মারছে ! গত দিন ১৯ বাশ যাত্রী পুড়িয়ে মারল।

আবার ভোটও চায়, ধিক্কার করি, ঘৃণা করা উচিত । এই জন্য ২ দলই দায়ী। আল্লাহ কখনো এদের কি বিচার করে না ?
এরা কখনোই নিজেদের সন্তানদের রাস্তায় নামায় না, বাসে চড়ায় না । শুধু বড় বড় কথাই বলে, আর মানুষ আশ্বাস দেয়, যখন পরিস্থিথি খারাপ হয়, সাধারন মানুষ কে ব্যবহার করে। কেন বাসযাত্রী কি ২ দলেরই লোক ছিল ।

কেন বললাম জাতি হিসাবে বেশ অন্য প্রজাতির, কারন আমরা ভুলে যাব এই ভয়াভহতা, আবার ভোট দেব এদেরকেই – উচিত এই ২ দলকে ভোট না দিয়ে চিরস্থায়িভাবে না আসতে পারে, সেই বন্দোবস্ত করা । কিন্তু আমাদের সেই ক্ষমতা নাই, আমরা বড় দুর্ভাগা জাতি।

সবাইর উচিত গর্জে ওঠা – গর্জে উঠো বাংলাদেশ

6th December, 2013 | 

আমি কোন রাজনীতি করি না, রাজনীতি নিয়ে এত আগ্রহ নেই।

আজ ঢাকার মহাখালিতে বিশেষ কাজে যাই, জুম্মার নামাজও আদায় করি, দেখলাম মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছিলেন – এক সময়ের সাবেক প্রেসিডেন্ট মহামান্য রাষ্ট্রপতি মোঃ এরশাদ। সেই রকম মসজিদ, আমার কাছে ভালো লাগে, তখন মনে হল – আমাদের ঢাকায়ে এত সুন্দর প্রাসাদ এর মতো মসজিদ আছে।

কিন্তু এখনকার কয়জন মন্ত্রি এমন সুন্দর মসজিদ স্থাপন করেছেন, এমনকি স্বয়ং প্রধানমন্ত্রীও করেন নাই। আর এখনকার প্রেসিডেন্ট তো নামেই।
সাবেক রাষ্ট্রপতি মোঃ এরশাদের মসজিদে আমরা জনগন নামাজ পড়ি, আর তাকেই বলি বেঈমান, স্বৈরাচার কিন্তু আর না ।

এরশাদের আমলে স্বৈরাচার আন্দলনে ২/৩ জন মারা গিয়েছিল, আর বর্তমান সরকার, বিরোধী দল যে যে শত শত মানুষকে পুড়িয়ে, নির্মম ভাবে গুলি করে মারছে, ক্ষতি করছে, তো এই সরকার কে স্বৈরাচার বললে ভুল হবে না ।

24th December, 2013 |

জীবনে সাহস নিয়ে বাস্তবতা ও কঠিন পরিস্থিথি মোকাবিলা করতে শিখো। সত্য কথা বলো। অনেক কঠিন সময়ই আসবে, কাছের মানুষরা অনেক কিছুই বলবে। কিছু ভালো বন্ধু ভালো উপদেশ দিবে আর কিছু বন্ধু হিংসা, উপহাস করবে। তখন, নিজে সাহস নিয়ে মোকাবেলা করতে পারলেই তুমিই জিতবে।

Always try to deal with reality, tough situation with your courage. Tell the true talk. Many difficult times will come, the neighbor will say differently. Some good friends will give you good advice, inconsistent some friends will do envy, laughing activities. But on that time you must will get success if you can deal all with your encourage and true.

16 March 2014

২৬ তারিখ নাকি জাতীয় সঙ্গিত গেয়ে বিশ্বরেকর্ড গড়া হবে……চেতনার পরীক্ষায় পৃথিবীর সব দেশকে হারিয়ে দেওয়া হবে !!!! এই সব সস্তা চেতনা দিয়ে সবাইকে ঘুম পারিয়ে রেখে আজকে স্বাধীনতার মাসে দেশের সংস্কৃতি-স্বকীয়তাকে সারাবিশ্বের সামনে ফুটিয়ে তোলার এই সুযোগ কাজে না লাগিয়ে কোটি কোটি টাকা খরচ করে সারাক্ষন হিন্দি গান বাজিয়ে অন্য দেশগুলোর সামনে আমাদের কোন চেতনাকে শানিত করা হলো তা জানতে মুনচায়??

প্রিয় বাংলাদেশ তোমার জন্য আসলেই অনেক দুঃখ।বিচিত্র একদল লোকের হাতে আজ তোমার আর তোমার সন্তানদের ভাগ্য ।