RezwanAhmed & His Team || Software Engineer

Money can’t buy Happiness….!!!

Money can’t buy Happiness….!!!


সচ্ছলতা আর সুখ এই দুটো জিনিষ যেমন আলাদা,
তেমনি দুঃখ আর অভাব এই দুইয়ের সংজ্ঞাও আলাদা।

সচ্ছলতা আর টাকা থাকলে, আপনি নহয়ত দামী গাড়ি,  এয়ার কন্ডিশনার আর দামী বাড়িতে থাকতে পারেন, কিন্তু মনের সুখটা কখনো ক্রয় করতে পারবেন না।

এই পৃথিবীতে, সুখের জন্য মানুষ অর্থের পেছনে ছুটতে থাকে, কিন্তু যখন মানুষকে দুঃখ স্পর্শ করে, তখনই বুঝতে পারে – এই অর্থ কখনো সুখ আর মানসিক শান্তি দিতে পারে না।
Money can’t buy Happiness….!!!