Rezwan Ahmed & His Team || Software Engineer || CMS Developer | Contents Writer | Graphics Designer |

In Life No one Is Permanent Except Death

In Life No one Is Permanent Except Death


দূর থেকে এলাকার মসজিদের মাইক রাত ১২ টা ৩ মিনিটে বলছে – একজন অচেনা মুমিন বান্দার মৃত্যু সংবাদ।

ভাবছি তখন —
আমাদের এই জীবন কতদিন স্থায়ী থাকে; ২৬ বা ৪০ – ৫০ বছর অথবা ৬০ থেকে ৮০/৯৫ বছর। এরপর স্থায়ী মৃত্যু আসে।

অথচ, আমাদের এই ছোট জীবনে আমরা কত কিছু আশা করি – এই যেমন; ক্লাসের মেধাবী ছাত্র / ছাত্রী, ভালো ক্যারিয়ার, ভালো ম্যানের চাকুরী, আবার সেই চাকুরী যেন স্থায়ী থাকে। সাথে আবার একটা সুন্দর বাড়ি / ফ্ল্যাট, আবার সেই ফ্ল্যাটে থাকতে হবে আরামের জন্য এসি, ভালো খাবার, বেশ পরিমান সম্পদ যেন আরও বেশি আরামে থাকা যায়, সাথে নিজেদের ভবিষ্যৎ প্রজন্ম ভালোভাবে থাকতে পারে।

— কিন্তু, এত সব কিছুর শতভাগ নিশ্চয়তা দেয়া যায় না, কারন সব কিছুই উপরে এক আল্লাহ’র উপর নির্ভর করে, সাথে আল্লাহর দেয়া বিধান কত পরিমান মেনে চলতে পারছি, তাও নির্ভর করে।

তারপরও, সব কিছু বুঝার পরও – আমরা চাই একটা ফিক্সড ক্যারিয়ার, আর সব সময় সাফল্য। কিন্তু, জীবনে ব্যর্থ হলেই আমাদের সমাজে মানুষ গাল মন্দ করে। কিন্তু, এটা অনেকেই বুঝতে পারে না – সবাই কিন্তু চায়, সাথে চেষ্টা করে ভালো কিছু করতে। অনেক সময় হয় না, ব্যর্থতা আসে।

আমাদের এই ছোট জীবনে – আমাদের সবার কত কিছু চাওয়া আর সব কিছুর স্থায়িত্ব যেন বেশি দিন থাকে সেটাও এক ধরনের অস্থির মানসিকতার চাওয়া।

আমাদের সবাইকে বুঝতে হবে – মৃত্যু আর কবর ছাড়া কোন কিছুই এই পৃথিবীতে স্থায়িত্ব না।