Rezwan Ahmed & His Team || Software Engineer || CMS Developer | Contents Writer | Graphics Designer |

ধানের শীষ

যেভাবে এল নৌকা, ধানের শীষ, লাঙ্গল


বাংলাদেশের যারা সবসময় আওয়ামীলীগ বাদে বাকি অন্যান্য দলকে বেশিরভাগ সময়ে দেশ বিরোধী, যুদ্ধ -অপরাধী, আর বেঈমান -সুবিধাবাদী দল বলে, তাঁদের জন্য এই লেখাটি পড়ার অনুরোধ থাকলো।

\\ নৌকা
— মাওলানা ভাসানীর নেতৃত্বাধীন আওয়ামী মুসলিম লীগ । যুক্তফ্রন্ট ভেঙে গেলে নৌকা প্রতীক পায় আওয়ামী লীগ। নৌকা ছিল পূর্ববঙ্গের প্রতীক। বাংলায় নদীপথ ছাড়া চলাচলের উপায় ছিল না। আওয়ামী লীগের নেতৃত্বের যাঁরা তখন ছিলেন, যেমন বঙ্গবন্ধু শেখ মুজিব, তাজউদ্দীন, মাওলানা ভাসানী এসব কারণে হয়তো তাঁরা নৌকাকে বেছে নিয়েছেন।

\\ ধানের শীষ
ধানের শীষ প্রতীকে পাকিস্তান আমলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে মাওলানা ভাসানীর নেতৃত্বে ন্যাশনাল আওয়ামী পার্টি (ন্যাপ)। ভাসানী ন্যাপের বড় একটি অংশের যোগ দেওয়ার মধ্য দিয়ে ১৯৭৮ সালে বিএনপির জন্ম হয়।

\\ লাঙ্গল
শেরেবাংলা এ কে ফজলুল হকের অবিভক্ত ভারতের কৃষক প্রজা পার্টির লাঙ্গল ধরে ফেলে আতাউর রহমান খানের জাতীয় লীগ। পাকিস্তানে ১৯৭০ সালে জাতীয় নির্বাচনে তাঁর দল লাঙ্গল প্রতীকে অংশ নেয়। এইচ এম এরশাদের শাসনামলে প্রধানমন্ত্রী হয়েছিলেন আতাউর রহমান খান। তাঁর কাছ থেকে লাঙ্গল প্রতীকটি জাতীয় পার্টির জন্য পছন্দ করে ফেলেন বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট হুসেইন মোহাম্মদ এরশাদ।

https://www.prothomalo.com/bangladesh/article/1568546/যেভাবে-এল-নৌকা-ধানের-শীষ-লাঙ্গল