Rezwan Ahmed & His Team || Software Engineer || CMS Developer | Contents Writer | Graphics Designer |

করোনা ভাইরাস বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে

করোনা ভাইরাস বাংলাদেশের মানুষকে দেখিয়ে দিয়েছে


 

 

করোনা ভাইরাস বাংলাদেশের মানুষের চোখে দেখিয়ে দিয়েছে

১. দুর্নীতিমুলক উন্নয়ন এত বেশী হয়েছে, যা বাংলাদেশের স্বাস্থ্য খাত কতটা ঝুঁকিপূর্ণ আর চিকিৎসা সরঞ্জামের অভাব। কিন্তু সবসময় বলছে উন্নয়নের জোয়ারে বাংলাদেশ। আর বিরোধী দলের বিরুদ্ধে অপপ্রচার।

২. করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর চেয়ে, আওয়ামীলীগ চাউল চোর, সয়াবিন তেল চোরের সংখ্যা বেশী। ২ বারের ভোট চোররা-ই আজকের চাউল চোর।
অবিলম্বে এসব চাউল চোর, তেল চোরদের করোনা ভাইরাসে আক্রান্ত রোগীর সাথে ১৫ দিন রাখাটাই নিরাপদ। তাছাড়া, এটাই আধুনিক বিচারের আওাতায় পড়ে।

৩. আজকে চিকিৎসক, নার্সদের পর্যাপ্ত চিকিৎসা সরঞ্জাম, পিপিই, নিরপত্তামুলক মাস্ক, গ্লাভস দিতে পারছে না, অথচ এসব কিছু সব হাসপাতালে পর্যাপ্ত থাকার কথা।

৪. গত ১৫ বছরের কথা না বলে – গত ১০ বছর বাংলাদেশের সরকারী হাসপাতাল গুলোতে যায় নাই উন্নয়নের অংশ হিসেবে পর্যাপ্ত ভ্যানটিলেটর মেশিন, আর চিকিৎসা সরঞ্জাম।

৫. বাস্তবিক বুঝা যাচ্ছে – দুর্নীতিমুলক উন্নয়ন এত বেশী হয়েছে – যার জন্য নেই উন্নতমানের চিকিৎসা সামগ্রী। স্বাস্থ্যমন্ত্রনালয়ের দপ্তরের সচিব থেকে শুরু করে সবাই যে যার মত কমিশন বাণিজ্য ধান্দায় ছিল।

বাংলাদেশের হাসাপাতাল গুলো যদি মনিটর-এ থাকতো, তাহলে আজকের দুর্যোগে এমন অবস্থাও হয়তো দেখতে হতো না।