Rezwan Ahmed & His Team || Software Engineer || CMS Developer | Contents Writer | Graphics Designer |

আমি

আমি


আমি ভোরের শিশির হয়ে যেতে চাই হারিয়ে,
আমি মেঘে ঢাকা কুয়াশায় মিশে যেতে চাই।
আমি আমার অধিকারের কথা বলায় হয়ে গেছি শত্রু,
আমার মতামতের কথা বলায় অনেকের কাছে আজ আমি বিবর্জিত।

আমি আমার মত করে চলতে গিয়ে, সত্য কথা বলতে গিয়ে আমি অপরাধী।
কিন্তু, তাঁরা ভুলে গিয়েছে আমি জলন্ত শিখার মত উজ্জ্বল নক্ষত্র, আমি সত্যবাদী।