Rezwan Ahmed & His Team || Software Engineer || CMS Developer | Contents Writer | Graphics Designer |

Feel Good Make Me happy That Nice Girl accidently Saw a Nice Girl near Mohakhali Never Forget That Feelings..

Aside

Feel Good, Make Me happy That Nice Girl, accidently Saw a Nice Girl, Never Forget That Feelings..


ঈদ এর মতো বিশেষ দিনে বলছি একটা ঘটনা – ঢাকার মহাখালিতে দেখা সেই হাস্যময় মেয়েটি !!!

তার আগেই আমি বলে রাখি আমি কোন গল্পকার কিংবা সাহিত্যিক না।। কিন্তু কিছু ঘটনা মানুষের মনকে ছুয়ে যায়, ভুলা যায় না, ঠিক সেইরকম ঘটনা, আর এমন ঘটনা সাধারণত সিনেমা অর নাটকে ঘটে,আমার জীবনে ঘটবে আমি কখনই ভাবতাম না, ভাবি নাই।

এই ২০১৪ সনের গত সেপ্টেম্বর মাসের ১ তারিখ, দিনটি ছিল চরম অস্থির, বিষণ্ণ আর মন খারাপের দিন। আমি সাধারণত মন খারাপ হলে, এমন ভাবে চলি,যেন কেউ বুঝতে পারে না, এমন কি বর্তমানে ছেলেমেয়ে দের মতো সোশ্যাল পেইজে স্ট্যাটাস দেই না। আবার অনেক কঠিন সময় পার করছি।

আর এর-ই মাঝে প্রতিদিনের মতো ক্লান্তিময় কাজ ও ক্লাস শেষে, সন্ধ্যা শেষে – মহাখালিতে বাসের জন্য অপেক্ষা করছি। — সেই সময় এমন একজন মেয়েকে চোখে পড়ে, ফিরাতেও পারছিলাম না, যদিও সাধারণত আমি মেয়েদের দিকে তাকাই কম। কিন্তু এই মেয়ের মাঝে কি যেন যাদু ছিল, সেই দিন চোখই ফিরাতে পারছিলাম না, বেশি সময় না নিয়ে কিছুক্ষন ভাবলাম যদি একটু কথা বলা যায়, আবার ভাবছি কথা বলতে গিয়ে আমাকে বাজে ভাববে না তো, কিংবা পুলিশি ঝামেলা পড়বো না তো, যদিও জীবনে পুলিশের ঝামেলা পার করার মতো সময় পার করে আসছি।

যাই হোক, অনেক সাহস নিয়ে কথা বললাম, সত্যি চমকে গেলাম তার অমায়িক ব্যবহারে, অতঃপর তাঁর ফোন নম্বর পেলাম, আর আমি অনুমতি নিলাম কথা বলতে পারি, যেহেতু আমার বাসা ওয়াইফাই এনাবেল, আমি অনেকটাই অন্যরকম খুশি হয়ে যায় যে আমি কি সত্যি এত মূল্যায়ন পাওয়ার মতো মানুষ।

সত্যি বলতে – সেই মহাখালি তে দেখা সেই হাস্যময় মেয়েটি যে বিশ্বাস আর আমাকে মূল্যায়ন করেছে – এটা আমার জীবনে আমার জন্য অন্য রকম পাওয়া । একটা কথা না বললেই নয় – মেয়েটা আমাকে অমন ভাবে জানে না, এমনকি পূর্ব পরিচিতিও নয়, কিন্তু সে-আমাকে যে সম্মান দিয়েছে অপরিচিত থেকে, এই জিনসটা কিছুতেই কম নয়, যা বর্তমানে মানুষ দিতে পারে না।

আর কিভাবে দিবে – বর্তমানে আমাদের মানুষের মাঝে যে পরিমানে নরপশুর মতো পশুবৃত্তি হচ্ছে আর আছে, অনেক সময় মানুষকে বুঝতে গিয়ে, সুযোগ দিতে গিয়ে অনেকরই ক্ষতি হয়ে যায়, বিশেষ করে মেয়েদের ক্ষতি হলে, অনেকটাই অপূরণীয়। আর বিশ্বাস – জিনিসটা এক দিনে আসে না, সময় নিয়ে অর্জন করতে হয়, আর মূল্যায়ন – জিনিসটা এমন যে তাকে একটু সময় নিয়ে সুযোগ দেয়া, বুঝতে পারা – সে কি ধরনের মানুষ, আর তাঁর ভেতরের মনটা কি সত্যি মানুষ না নরপশু।

তাই আজ এমন ঈদুল আযহায় কুরবানির ঈদের দিনে বলছি – আমাদের ভিতরে যদি পশুবৃত্তি আচরন থাকে, তা পরিহার করে, sacrifice – এর মনমানসিকতা সবাই ধারণ করতে শিখি। শুভ কামনা থাকলো সবার জন্য।

আজকের এমন কুরবানির ঈদ ঈদুল আযহায় ঐ বিশেষ মানুষকে আমার পক্ষ থেকে অনেক শুভেচ্ছা..!!!