RezwanAhmed & His Team || Software Engineer

Brishti Bilash | বৃষ্টি বিলাস

Brishti Bilash | বৃষ্টি বিলাস


অবশেষে, বৃষ্টির দেখা শেষে
হিমেল হাওয়ায় ঠাণ্ডা হল রৌদ্রজ্জল তপ্ত ধরণী।

বৃষ্টির দেখা শেষে হিমেল বাতাসের ঝড়- বর্ষায়,
দিন শেষে পিচ ঢালা পথের পানিতে সিক্ত ঢাকা।
পিচ ঢালা পানিতে আলোয় জ্বলছে নগরের চাকা।
মেঘে মেঘে নগর সেজেছে মেঘময় ধুসর নগরী, 
নগরে নেই কোলাহল,নিশ্চূপ,শব্দহীন নগরী।