RezwanAhmed & His Team || Software Engineer

অভিমানী মন

অভিমানী মন


এখনো কিছু মানুষ আছে, অনেক অভিমানী মনে পূর্ণ,

অভিমানী মন বিশ্বাস করতে চায় না-ভালবাসা বলে আছে কিছু

অভিমানী মন সৃষ্টিশীল ভালবাসায় বিশ্বাস, আস্থায় বিশ্বাসী,

অভিমানী মন সত্য সুন্দর সম্পর্কে বিশ্বাসী, ক্যাফে আড্ডায়

আর কনক্রিটের শহরের ভালবাসাগুলো হয়ে গেছে কেমন জানি ধুসর,

আর চাহিদায়, হায়নার দানবীয় তাণ্ডব, অর্থলিপ্সুতে পাপে পূর্ণ।

এখনকার ভালবাসাগুলো বুঝে শুধু দৈহিক চাহিদা কিংবা অর্থ ……