Rezwan Ahmed & His Team || Software Engineer || CMS Developer | Contents Writer | Graphics Designer |

Always Try to keep far away all Baby during the Moments of Slaughter the Animal

বিষয়টি খুবই দুঃখজনক যে গরু কোরবানির সময় কসাইয়ের হাত থাকা চাপাতি ছুটে গিয়ে মেয়েটির পেটে ঢুকে মৃত্যু হয়।

প্রত্যেক বাবা- মা, পরিজনদের উচিত -মুরগি জবাই থেকে শুরু করে কোরবানির পশুর জবাই দেয়ার মত এসব কাজে শিশুদের দূরে রাখতে হবে, সতর্ক থাকতে হবে। সম্ভব হলে বাড়িতে অন্য কাজে ব্যস্ত রাখতে হবে।

** এজন্য মুরুব্বীরা বলতেন – যখন পশুকে জবাই দেয়া হয়, অথবা যখন কোন কেউ কিছু কাটতে থাকে, তখন শিশু বা তরুন যেই থাকবেন, কিছুটা দুরত্ব রেখে থাকতে হবে। অবাক হওয়া বিষয়টা যখন পশুকে জবাই দেয়া হচ্ছে, বা মাংশ কাটা হচ্ছে কোন মুরুব্বী বা শিশুটির পরিবারের কেউ কি শিশুটিকে দূরে রাখে নাই কেন।

আর একটা বিষয় লক্ষণীয় – বর্তমান সময়ে অনেকেই শিশুদের কোরবানির পশুর জবাইয়ের দৃশ্য দেখাতে খুবই উৎসুক, এমন কি অনেক বাবা – মা ই আছেন শিশুদের কোরবানির পশুর জবাইয়ের দৃশ্য দেখিয়ে থাকেন।

কিন্তু এসব একজন শিশুর মনস্তাত্ত্বিক বিকাশে বাধা করে, আর ভয় কাজ করে মনের অজান্তে।

অনেক সময় দেখা যায় – শিশু রাতে ঠিকমত ঘুমাতে পারে না, এমনকি একলা থাকতে ভয় পায়।

Suggestion ::

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.